করোনা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৮ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৫৪২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ সাত জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ২৩ জন।

একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৭২২টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

আরও কিছু খবর

2 thoughts on “করোনা আবারও বেশ সক্রিয় হয়ে উঠেছে”
  1. আপনার নিউজটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ধন্যবাদ এরকম সমাজ সচেতনতামূলক নিউজ আপনার এই নিউজ পোর্টালে বেশী বেশী শেয়ার করতে থাকুন।

  2. স্বাস্থ্য সচেতন খাবারের মাধ্যমে রোগ ব্যাধি থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *