ডোমেইন ক্রয় বিক্রয়
ডোমেইন ক্রয় বিক্রয় করে অনলাইনে টাকা আয় করার প্রদ্ধতিটি আমরা কমবেশী সবাই হয়ত জানি। প্রক্রিয়াটি খুবই সহজ কিন্তু সঠিক টেকনিক না জানলে ডোমেইন শুধু কিনতেই থাকবেন কিন্তু সেটা আর সেল করতে পারবেন না। আজকে আমরা একদম বেসিক থেকে এডভান্স ধারনা নেয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব ডোমেইন ক্রয় বিক্রয় এর সকল খুটিনাটি।
আজকের পোস্টে আমরা আলোচনা করেছি —
ডোমেইন ক্রয় বিক্রয় বনাম অনলাইনে টাকা আয়
অনলাইনে টাকা আয় বা ফ্রিল্যান্সিং এর অনেক পদ্ধতি রয়েছে। ইন্টারনেটকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন সাইটের মাধ্যমে কাজ করে প্রচুর টাকা ইনকাম করছে। সেগুলোকে ফ্রিল্যান্সিং বলা হয়। মূলত অনলাইনের মাধ্যমে স্বাধীনভাবে কোন কাজ করে টাকা আয় করাকে ফ্রিল্যান্সিং বলা হয় বা অনলাইনে টাকা আয় বলা হয়। আবার যদি কাজগুলো বহিবিশ্ব থেকে সংগ্রহ করে করা হয় তবে তাকে ফ্রিল্যান্স-আউটসোর্সিং বলা হয়। বর্তমান সময়ে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সবারই কম বেশী ধারনা রয়েছে। যদি এই বিষয়ে আরও গভীর ধারনা পেতে চান তবে এই পোস্টে কমেন্ট করলে আমরা সেই বিষয়ে আরও বিস্তারিত পোস্ট করব।
শুরুতে ডোমেইন কেনাবেচা অতটা জনপ্রিয় ছিল না। কিন্তু যতদিন যাচ্ছে ভাল একটি ডোমেইনের চাহিদা ততই বাড়ছে। ফলে এই মার্কেটটি দিনদিন বড় হচ্ছে।
কিন্তু সামান্য ধারনা নিয়েই ডোমেইন কেনা শুরু করে বিক্রয় হয়ে যাবে এই আশায় অনেকেই বছর বছর অনেক টাকা অপচয় করছেন। শুধুমাত্র সঠিক ধারনা না থাকার কারণে আপনার ইনভেস্ট ব্যার্থ হতে পারে। তাই আজকের আলোচনাটি খুবই মনযোগ দিয়ে পড়া উচিত।
ডোমেইন কেনা বেচা জনপ্রিয় হওয়ার কারণে দিন দিন অনলাইনে অনেক প্লাটফরম গড়ে উঠছে শুধুমাত্র ডোমেইন ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে। এতে ভাল একটি ডোমেইন অনলাইনে সেল দেয়া এখন আগের চেয়ে আরও সহজ। শুধুমাত্র ভাল একটি ডোমেইন চোজ করতে হবে। আর এই কাজটি খুব সহজও নয়। দিনের পর দিন সার্চ করতে করতে একটি ভাল ডোমেইন পাওয়া যায়। শুধু কি ভাল ডোমেইন পেলেই হবে? একটি ডোমেইন কেনার আগে রিসার্চ করতে হবে এবং অনেকগুলো বিষয় খেয়াল করে তবেই কিনতে হবে। তা না হলে আপনার ডোমেইনটি কেউই কেনার আগ্রহী হবে না।
ইতিপূর্বেই আমরা আলোচনা শুরু করেছিলাম ডোমেইন কেনা বেচা করে অনলাইনে টাকা আয় বা ফ্রিল্যান্সিং নিয়ে। তাই এই আলোচনার শুরুতে আমরা জানব ডোমেইন কি? ডোমেইন কিভাবে কেনা বেচা করা হয়? কোথায় থেকে ডোমেইন কেনা হয়? এমনকি সঠিক একটি ডোমেইন চোজ করে সেটি বিক্রয় করতে হলে কি কি ট্রিপস ফলো করা উচিত , এসব নিয়ে বিস্তারিত আমরা জানব।
ডোমেইন কেন এত দামে আরেকজন আমার থেকে কিনবে?
এমন প্রশ্ন আসতেই পারে। ডোমেইন কেন অন্যরা আমার কাছ থেকে কিনবে? এর অন্যতম একটি কারণ হতে পারে, সুন্দর নামের একটি ডোমেইন একটি বিজনেসকে সফল করার পেছনে অনেক বড় ভূমিকা রাখে। এছাড়াও আরও অনেক কারণ রযেছে নিচে সেগুলো পয়েন্টের ভিত্তিতে তুলে ধরার চেষ্টা করছি –
১। সংক্ষিপ্ত নামের ডোমেইন সহজে মনে রাখা যায়। তাই বড় এরকম সুন্দর নামের সংক্ষিপ্ত বর্ণে যেসকল ডোমেইন রয়েছে তার চাহিদা সব থেকে বেশী।
২। কোন কোম্পানীর নামের সংক্ষিপ্ত রুপ বহন করে এমন ডোমেইন। কোন একটি কোম্পানীর নাম হয়ত ২০/৫০ অক্ষরের। সেগুলো মনে রাখা কঠিন। সেই কোম্পানী যদি চায় সহজে মনে রাখার মতো সেই কোম্পানীর সর্টফর্মের ডোমেইন কিনে সেটা ব্যবহার করবে। তাখন সে সেই সর্টফরমের ডোমেইন নামই খুজবে।
৩। রেজিষ্ট্রার্ড বিজনেসের নামে ডোমেইন। কোন কোম্পানী হয়ত কোন একটি বিজনেস নাম রেজিষ্ট্রেশন করে রেখেছে। সে কখনো তার বিজনেসকে অনলাইনে নিয়ে আসে নি। হঠাৎ সে মনে করল তার প্রতিষ্ঠানকে বা কোম্পানীকে অনলাইনে নিয়ে আসবে তখন সে তার কোম্পানীর নামের সাথে মিল রেখে ডোমেইন কিনতে চাইবে। তাই এরকম নামের ডোমেইন বিক্রয় করার সম্ভাবনা বেশী।
৪। ভবিষ্যতে চাহিদা সৃষ্টি হতে পারে এমন ডোমেইন। ধরুন আপনি এমন একটি ডোমেইন কিনে রাখলেন যা ভবিষ্যতে কোন একটি কোম্পানী তৈরি হল যা আপনার ডোমেইন নামের সাথে মিলে যায়। অথবা ভবিষ্যতে এমন কিছু জনপ্রিয় হয়ে উঠল যা আপনার ক্রয়কৃত ডোমেইন নামের সাথে মিলে যায়।
৫। বড় কোন ইন্ড্রাস্ট্রিকে প্রতিনিধিত্ত্ব করে এমন ডোমেইন। যেমন মেটাভার্সে ফেইসবুক কনভার্ট হওয়ার পর মেটা নামে ডোমেইন কিনে সেটা নিয়ে ব্যবসা করার অনেক চাহিদা বেড়ে গিয়েছিল। তাই এখন আপনি মেটা নামের সাথে মিলে রেখে তেমন কোন ডোমেইন আর এভেলএবল পাবেন না। আমি নিজেও metaclassi.com নামে একটি ডোমেইন কিনে রেখেছি। যদি কেউ ক্লাসিফাইড কোন ওয়েবসাইট বানাতে চায় তাহলে আমার এই ডোমেইনটিকে পছন্দ করতে পারে। এভাবে কোন একটি অনলাইন ইন্ড্রাস্ট্রিকে প্রতিনিধিত্ত্ব করে এমন ডোমেইন কিনে রাখা যেতে পারে। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সংক্ষিত রুপ affi , অ্যানিমেশন এর জন্য anima ইত্যাদি
৬। জনপ্রিয় কোন স্থান বা ব্যাক্তির নামে। যেমন আমি কুলাউড়ানিউজ ডট কম এবং রবিরবাজার ডট কম নামে দুটি ডোমেইন কিনেছি যা আমার জন্মশহর ও আমার এলাকার বাজারের নামে। এভাবে আপনি জনপ্রিয় স্থান ও ব্যক্তির নামে ডোমেইন কিনতে পারেন।
৭। ইউনিক নাম বা আইডিয়াকে সংক্ষেপে এবং সহজে বুঝাতে পারে এমন নামে ডোমেইন কিনলে সেটাও ভালো দামে বিক্রয় করতে পারবেন। মনে রাখবেন, একটি সীমে যে নাম্বার থাকে সেটা ইউনিক। একই সীমের নাম্বার দুইটি হয় না। কেবল একজন একটি নাম্বারের সীম ব্যবহার করতে পারে। সেজন্য সুন্দর সুন্দর নাম্বারের সীমও অনেকে ভাল দামে বিক্রয় করেন। তাই একটি ডোমেইন নামও কেবল একটিই হবে। দ্বিতীয় কেউ একই নামে আরেকটি ডোমইন কিনতে পারবে না। তাই সহজ , সুন্দর, ইউনিক ডোমেইনের চাহিদা দিন দিন বাড়ছে।
আরও অনেক বিষয় রয়েছে। তাই এই পয়েন্টগুলো আর দীর্ঘ করছি না। আপনাদের আগ্রহ থাকলে এই টপিকে আরও লেখা প্রকাশ করব।
ডোমেইন কি?
ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের নাম। আরও সহজে বলতে পারি, ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের পরিচয়। অথবা কেউ কেউ বলেন, অনলাইনে বিজনেস প্লাটফরম যে একটি ইউনিক নামের উপর ভিত্তি করে গড়ে উঠে তাই ডোমেইন। ওয়েবসাইট কি সেটা হয়ত আমরা সবাই জানি। ওয়েবসাইট হচ্ছে এমন একটি প্লাটফরম যেখানে কোন নির্দিষ্ট বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। অথবা আমাদের অনলাইন বিজনেস যে একটি ইউনিক পরিচয় বহন করে করে গড়ে উঠে সেটা হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে। আর একটি ওয়েবসাইট একটি ইউনিক নামের উপর তৈরি করা হয়। সেই ইউনিক নামটি হচ্ছে ডোমেইন। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি সহজ হবে। Google.com , Facebook.com , Dailysurma.com , Upclerks.com , Qranker.com এগুলো সবই এককটি ডোমেইন নাম। এই ডোমেইন নামেই তৈরি করা হয় ওয়েবসাইট। একেক ধরনের ডোমেইন নামে একেক ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। কোন ওয়েবসাইটে সার্চ করে তথ্য সংগ্রহ করার কাজ করে, কোনটিতে সামাজিক যোগাযোগের কাজ করে, কোনটি নিউজ শেয়ার করে, কোনটি অনলাইনে বিজনেস কাজে ব্যবহার হয়। এভাবে একেকটি ডোমেইন নাম কোন একটি নির্দিষ্ট ইন্ড্রাট্রিকে প্রতিনিধিত্ত্ব করে। এই বিষয়ে আমরা আর কোন গভীর আলোচনায় যাচ্ছি না। তা না হলে আমাদের মূল টপিক থেকে আমরা বেশী দূরে সরে যেতে পারি। আপনাদের আগ্রহ থাকলে শুধু এই টপিকে আরও আলোচনা করা হবে।
তাই এই পর্যন্ত আমরা যা জানলাম তা হল, ডোমেইন কি? ডোমেইন মূলত একটি ওয়েবসাইটের নাম। যা একক হয়। একটি ডোমেইন নাম শুধুমাত্র একজন কিনতে পারবে। যেমন আপনি চাইলেই এখন গুগল ডট কম কিনতে পারবেন না। তেমনী ফেইসবুক ডট কম, ডেইলীসুরমা ডট কম এগুলো ইতিপূর্বে কেনা হয়ে গেছে। তাই এগুলো আপনি আর কিনতে পারবেন না। তবে হ্যা, যদি এই ডোমেইনগুলোর মালিক তাদের ডোমেইন বিক্রয় করতে চায় তবে আপনি তাদের থেকে কিনতে পারবেন। যে ডোমেইনগুলো এখনো কেউ কিনে নি কেবল সেগুলো সরাসরি আপনি যখন ইচ্ছা তখন কিনতে পারবেন। কিন্তু যে ডোমেইন কিনে ফেলা হয়েছে তা আর কেউ কিনতে পারবে না।
তবে এখানে একটি বিষয় জেনে রাখা উচিত তা হল ডোমেইন এক্সটেনশন। ডোমেইনের নামের পর বা ডট (.) এর পর যে বর্ণগুলো থাকে তাকেই ডোমেইন এক্সটেনশন বলা হয়। জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন হল ডট কম (.com) , ডট নেট (.net), ডট ইনফো (.info), ডট অআরজি (.org) ইত্যাদি। এখানে মনে রাখতে হবে যে, আপনি যদি কোন ডোমেইন .কম দিয়ে কিনেন তবে ডট ইনফো দিয়ে বা অন্য কোন এক্সটেনশন দিয়ে যদি সেই ডোমেইন এভেলএবল বা আর কেউ কিনে না থাকে তবে যেকেউ সেই এক্সটেনশনের ডোমেইনও কিনতে পারবে। ধরুন আপনি banibahok.com কিনেছেন কিন্তু banibahok.net ডোমেইন যদি এভেলএবল থাকে তবে যেকেউ সেটি কিনতে পারবে। আপনি যে ডোমেইনটি যে এক্সটেনশন দিয়ে কিনেছেন শুধুমাত্র সেই ডোমেইনের মালিকানা আপনার। অন্য এক্সটেনশন দিয়ে আপনি না কিনলে সেটা অন্য কেউ কিনে নিতে পারবে।
কোন ডোমেইন কিনব?
ডোমেইন কেনার আগে আমাদের জানতে হবে কোন ডোমেইনটি কিনব বা কোন ডোমেইনটি কিনলে সহজে বিক্রয় করা যাবে। কোন ডোমেইনটি কিনবেন সে আলোচনায় যাওয়ার আগে কিছু ডোমেইন জেনে নেই যেগুলো অনেক টাকায় বিক্রয় হয়েছিল।
আপনারা জেনে থাকতে পারে, ২০১০ সালে ফেসবুকের মালিক fb.com এই ডোমেইনটি ক্রয় করেন। কিন্তু শুনে অবাক হতে পারেন, এই ডোমেইনটি কোন ডোমেইন কেনা বেচার ওয়েবসাইটের অধীনে ছিল না। এটি ছিল একটা ছেলের অধীনে। যে কিনা ডোমেইনটি কিনে রেখে দিয়েছিল পরবর্তীতে ফেসবুক যখন ইচ্ছা পোষণ করে থাকে তখন ওই ছেলেটির কাছ থেকে ৮.5 মিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়।
শুধু তাই নয়, বর্তমান সময়ের জনপ্রিয় মোবাইল নির্মাতা কোম্পানী শাওমি তাদের mi.com ওয়েবসাইটটিও একইভাবে ২০১৪ সালে 3.6 মিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করেছিল।
এবার আপনি ভাবতে পারছেন? নিশ্চয়ই ডোমেইন কিভাবে বেচাকেনা হয়ে থাকে। কোন ডোমেইন কেনাবেচার মাধ্যমে আপনি অনেক লাভবান হতে পারেন?
আপনার মনে হতে পারে, দুই শব্দে কি আর এখন কোন ডোমেইন পাওয়া যাবে? দুই শব্দ ছাড়া কি কোন ডোমেইন কিনলে সেটা বিক্রয় হবে না?
হবে, ভাল মানের যেকোন ডোমেইনই বিক্রয় করতে পারবেন। ডোমেইন ক্রয় বিক্রয় মার্কেটপ্লেসগুলো ফলো করলেই দেখতে পারবেন কোন ধরনের ডোমেইনগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। তাহলে আপনি ধারনা নিতে পারবেন।
কোথায় থেকে ডোমেইন কিনব?
Namecheap
Sedo
Godaddy
Flippa
Igloor
Afternic
NameJet
Domain Name Sales
উপরে যে নামগুলো দেখতে পাচ্ছেন সেই ডোমেইন নামে কিছু কোম্পানী ডোমেইন ক্রয় বিক্রয় সার্ভিস দিয়ে থাকে। এসব কোম্পানীর ব্যবসাই হচ্ছে ডোমেইন ক্রয় বিক্রয়। আপনি ডোমেইন এদের থেকে কিনে সেটা বিক্রয় করার জন্যও আবার তাদের প্লাটফরম ব্যবহার করতে পারেন।
এছাড়াও আপনারা চাইলে ডেইলীসুরমার প্রতিনিধি ওবায়দুল হক -এর সাথে যোগাযোগ করেও ডোমেইন কিনতে পারবেন।
ডোমেইন নেম চোজ করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে —
১। টার্গেট : আপনি যে ডোমেইনটি কিনছেন সেটা যদি বিক্রয় করার উদ্দেশ্য হয় তবে টার্গেট করতে হবে এই ডোমেইনটি ভবিষ্যতে কারা / কে কিনবে। এটা পরিষ্কার থাকতে হবে।
২। রিসার্চ: ডোমেইন ক্রয় বিক্রয় মার্কেটপ্লেসগুলো প্রতিদিন রিসার্চ করতে হবে। কোন ধরনের ডোমেইনের দাম কেমন সেগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে আপনি হয়ত একটি ভাল ডোমেইন পেয়ে যাবেন।
৩। ইন্ড্রাস্ট্রি: গাড়ি বিক্রয় করার জন্য যারা ওয়েবসাইট বানাতে চায় তাদের টার্গেট করে কোন ডোমেইন কিনতে চাইলে সেই ইন্ড্রাস্ট্রিতে বহুল ব্যবহৃত শব্দগুলো দিয়ে ডোমেইন এভেলএবল থাকলে সেটা কেনা যেতে পারে।
৪। এক্সপায়ারড ডোমেইন: কোন একটি ডোমেইন হয়ত কেনা হয়েছিল কিন্তু মালিকের মৃর্ত্যুর পর বা অন্য কোন কারণে সেই মালিক এই ডোমেইনটি আর রিনিউ করতে পারে নি। ফলে এটি এক্সপায়ার হয়ে গেছে। এখন চাইলেই আপনি সেটা কিনতে পারবেন। তবে এরকম ডোমেইন কেনার আগে অনেক বিষয়ে সর্তকতার প্রয়োজন রয়েছে। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য পোস্টে আলোচনা করব।
রিনিউ করতে হবে?
উপরের আলোচনায় আপনার মনে প্রশ্ন আসতে পারে। ডোমইন কি রিনিউ করতে হয়? কতদিন পর রিনিউ করতে হবে। রিনিউ ফি কেমন? ইত্যাদি।
জি, ডোমেইন সাধারণত ১ বছর পর পর রিনিউ করতে হয়। কোন কারণে রিনিউ করতে না পারলে সেটা এক্সপায়ার হয়ে গেলে অন্য কেউ সেটা কিনে নিতে পারবে।
সাধারণত একটি ডোমেইন কিনতে ৯-১৫ ডলার এবং টাকায় হিসাব করলে ৯০০-১৫০০ টাকায় ক্রয় করতে হয়। রিনিউ ফি ১০-৩০ ডলারের মধ্যে থাকে। এটা নির্ভর করে আপনি কোন কোম্পানী থেকে কিনছেন তারা কি কি সার্ভিস দিচ্ছে ডোমেইনের সাথে তার উপর নির্ভর করবে। আমরাও ডোমইন বিক্রয় করে থাকি। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
হোস্টিং কি?
হোস্টিং হচ্ছে এমন একটি ডাটাবেস সেন্টার যেখানে ডোমেইন কানেক্ট করা হয়। ডোমেইন কেনার পর যদি ওয়েবসাইট তৈরি করার পরিকল্পনা থাকে তবে আপনাকে হোস্টিং নিতে হবে। কেননা, ওয়েবসাইটে যে ডাটা বা তথ্য আমরা দেখতে পারি তা হোস্টিং সার্ভারের ডাটা সেন্টারে স্টোর করা থাকে। একেক কোম্পানী তাদের হোস্টিং ফি একেক রকম নির্ধারণ করে থাকে। হোস্টিং এর মধ্যেও অনেক ধরনের হোস্টিং রয়েছে। এই নিয়ে অন্য পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করব।
ডোমেইন কি পরিমাণ বিক্রয় হচ্ছে?
আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আসলেই কি ডোমেইন ক্রয় বিক্রয় হচ্ছে? কি পরিমান ডোমেইন ক্রয় বিক্রয় হয়। Godaddy তে ১৬,৯৯,৩২০ টি ডোমেইন ক্রয় বিক্রয় হয়েছে। Namecheap এ ৭,৮১,৬৯৭ টি ডোমেইন ক্রয় বিক্রয় হয়েছে। নিচে আরও কিছু কোম্পানীর ডোমেইন বিক্রয় করার লিষ্ট দেয়া হল।
Uniregistrar Crop=৬৩,৭০১টি।
Xin Net Technology=৩,২৮২৭২টি।
Tucows Domains Inc=৪০,৩৯২টি।
এখানে সামান্য কিছু কোম্পানীর হিসাব দেয়া হয়েছে। এগুলো তাদের মোট ডোমেইন বিক্রয়ের হিসাব নয়। এগুলো হচ্ছে , তাদের প্লাটফরমে মোট ডোমেইন রিসেল হয়েছে সেই হিসাব।
শুধুমাত্র ডোমেইন ক্রয় বিক্রয় কারা কোটি টাকা কামিয়েছেন সেই বিষয় নিয়ে আরেকটি পোস্ট দেয়া হবে। তাহলে আপনাদের কিছুটা ধারনা হতে পারে যে, এই সেক্টরে কি বিশাল পরিমান সম্ভাবনা রয়েছে।
যদি সেল না হয় তবে কি সবই লস?
DilHi.com এই ডোমেইনটিতে মাত্র ৫টি বর্ণ রয়েছে। মনে রাখাও অনেক সহজ। মূলত কেউ যদি মেট্রিমরিয়াল অথবা সোশিয়াল কোন সাইট বানাতে চান ইন্ডিয়াকে টার্গেট করে তবে এই নামটি অসাধারণ হতে পারে। কেউ যদি ফেইসবুকে মতো ইন্ডিয়ায় কোন সোশিয়াল প্লাটফরম তৈরি করতে চান তবে এটি চমৎকার একটি নাম হতে পারে। এই ডোমেইনটি আমাদেরই একটি ডোমেইন। তবে এটি শুধু ডোমেইন হিসাবে বিক্রয় করার তেমন কোন চিন্তা আমাদের নেই। তবে ভাল একটি দাম পেলে হয়ত আমরা সেল করে দেব। তা না হলে আমরা একটি সোশিয়াল মিডিয়া প্লাটফরম তৈরি করব ইন্ডিয়ায়। যেটা ফেইসবুকের মতোই হবে। আর তখন হয়ত বড় কোন কোম্পানীর নজরে আসবে আর আমাদের থেকে কিনে নিতে পারে। তাই শুধু ডোমেইন কিনে সেটা বিক্রয় করে টাকা আয় করার চিন্তা করার পাশাপাশি একটি বিজনেস রান করে সেটা বিক্রয় করতে পারেন। এই বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকলে আমরা আরও পোস্ট পাবলিশ করব। তবে শুধু এই টুকু বলতে পারি, ডোমেইন কিনে ফেলে রাখার পক্ষে আমি নই। এমনও হতে পারে যে, আপনার ডোমেইনটি সেল হল না। তাহলে বছরে বছরে আপনার রিনিউ ফি টা অপচয় হবে। কিন্তু আপনি যদি অনলাইন নির্ভর কোন বিজনেস তৈরি করতে পারেন তাহলে এড থেকে টাকা ইনকাম করতে পারবেন। এতে বছরে বছরে রিনিউ ফি আসলেও সেটাও কম কি।
অফার – আমাদের থেকে ডোমেইন ও হোস্টিং কিনলে একটি চমৎকার পকেট জায়নামাজ গিফট পাবেন। আর যদি কোন ওয়েবসাইট তৈরি করে তবে একটি স্মাট ঘড়ি গিফট পাবেন।
আশা করছি আপনারা ডোমেইন ক্রয় বিক্রয় সংক্রান্ত ভাল একটি ধারনা পেয়েছেন। আপনাদের মতামত পেলে ইনশাল্লাহ এই বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।