বিসিবির পদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হওয়া নাজমুল হাসান পাপন প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়।
মন্ত্রীত্ব পাওয়া পাপন বিসিবি সভাপতির পদেও থাকবেন কি না, তা নিয়ে গুঞ্জন চলছিল। আইন অনুযায়ী দুই পদে থাকতে কোনো বাঁধা নেই। তবে দুটোই যেহেতু বড় দায়িত্ব সেহেতু পাপনের বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়ার কথাই আলোচনা হচ্ছিল। পাপন নিজেও বললেন সেই কথা।
বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিতে গিয়েই গণমাধ্যমকে দ্রুত বিসিবি সভাপতির পদ ছাড়ার কথা জানিয়েছেন পাপন।
প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আইসিসির এখন কতগুলো নিয়ম আছে, ইচ্ছে করলেই ছেড়ে দেওয়া যায় না। কারণ, আইসিসির যে কমিটিগুলোতে আমি আছি, আমি আবার চেয়ারম্যানও আছি। ওই দায়িত্বগুলো ওদের টার্ম শেষ হওয়ার আগে করা যায় না। আমার জানা মতে এ বছরের শেষে এসে একটি।’
‘আর আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে, আমার এই মেয়াদ শেষ করতে হবে, তাহলে আমার সামনের বছরে যেতে হবে। আমি চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব যদি পারি তাহলে ছেড়ে দেব।’
ক্রিকেট ছাড়তে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়ব। ক্রিকেট কোনোদিন ভুলার জিনিস না। এটা তো ছাড়তে পারবই না। সভাপতি না থাকি বা পরিচালক না থাকলেও ক্রিকেট নিয়েই থাকব। এটা থেকে বের হওয়ার কোনো পথ নেই।’