Thu. Nov 21st, 2024
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে অন্যের প্রোফাইলের স্ক্রিনশট

ব্যবহারকারীর নিরাপত্তার কথা চিন্তা করে একের পর এক ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এবার প্রোফাইলের স্ক্রিনশট নেওয়া বন্ধ করলো সাইটটি। প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিয়ে অপব্যবহার বন্ধ করাই এর উদ্দেশ্য। হোয়াটসঅ্যাপে এখন আর ইউজারের ওয়ান-ভিউ ফটো বা ভিডিওর স্ক্রিনশট নেওয়া যায় না। এবার প্রোফাইল ছবিতেও একই ফিচার চলু হতে চলেছে।

গোপনীয়তা ভঙ্গে ছবি বা চ্যাটের স্ক্রিনশট যথেষ্ট। বেশিরভাগ সময় বোঝাও যায় না, কে কখন স্ক্রিনশট নিচ্ছে। নতুন ফিচারে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট যদি কেউ নেয়, তাহলে কোনো অ্যালার্ট বা সতর্কবার্তা পাঠানো হবে না। তবে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট উঠবেও না। হয় ফাঁকা দেখাবে, নয়তো প্রোফাইল পিকচারের অংশটুকু কালো হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে
নতুন এই ফিচার এখনো চালু করেনি হোয়াটসঅ্যাপ। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চলে আসতে পারে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে গেলে একটা মেসেজ ফুটে উঠছে। সেখানে লেখা, ‘অ্যাপ সীমাবদ্ধতার কারণে স্ক্রিনশট নেওয়া যাবে না’।

প্রযুক্তি বিশেষজ্ঞরা হোয়াটসঅ্যাপের এই টুল যাচাই করে দেখেছেন। তারা বলছেন, দুর্দান্ত কাজ করছে। এতে ইউজারের গোপনীয়তা বাড়বে। পাশাপাশি এর লক্ষ্য করা গিয়েছে, চ্যাট উইন্ডো থেকে কনট্যাক্টে ক্লিক করে প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া যাচ্ছে।

হোয়াটসঅ্যাপের এই ফিচারের নাম হতে চলেছে ‘স্ক্রিনশট টুল ব্লকার’। হোয়াটসঅ্যাপ এখনও পর্যন্ত প্রাইভেসি ফিচারের সেটিংস পরিবর্তন করার অপশন দেয়নি। ফলে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে এখনও বেশ কিছু কাজ বাকি। ফেসবুকে ‘প্রোফাইল পিকচার গার্ড’ নামে একইরকমের একটি ফিচার রয়েছে, যা অন্য ইউজারদের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেওয়া থেকে আটকায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও কিছু খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *