ব্রেকিং নিউজ
Wed. Jan 15th, 2025
স্মার্ট মার্কেটিং

আমরা শতাব্দির সব থেকে চ্যালেঞ্জিং বছরে পা দিচ্ছি। ২০২৫ সালে এসেও যদি আমরা আমাদের মার্কেটিং পরিধিকে বড় করতে না পারি তবে আমাদের ব্যবসা অবশ্যই হুমকির মুখে দাড়িয়ে আছে। মার্কেটিং এর মূল ভিত্তি দাড়িয়ে আছে কন্টেন্টের উপর । আর এই কন্টেন্ট অডিরেন্স পর্যন্ত পৌছে দেয়ার কেৌশল বা স্ট্যাটিজিই হচ্ছে মার্কেটিং । প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার অডিয়েন্সকে কি বলবেন। তারপর ঠিক করবেন অডিয়েন্স পর্যন্ত কিভাবে পৌছাবেন । তাহলে মূল ভিত্তি হচ্ছে কন্টেন্ট। যে যুগেরই মার্কেটিং কৌশল বলেন না কেন কন্টেন্টই ছিল মার্কেটিং এর মূল হাতিয়ার। ২০২৫ সালে এসেও এর কোন পরিবর্তন নেই। শুধু পরিবর্তন হয়েছে অডিয়েন্স পর্যন্ত পৌছানোর প্রক্রিয়া। অধিক অডিয়েন্স দ্রুত পাবার কৌশল।

মনে করেন, দুইজন মাছ বিক্রেতা একই পুকুর থেকে মাছ সংগ্রহ করেছেন। দুইজনে একই বাজারে পাশাপাশি দাড়িয়ে মাছ বিক্রয় করছেন। একজন চুপ করে দাড়িয়ে কাস্টমারের অপেক্ষা করছেন, আরেকজন ডেকে ডেকে তা কাষ্টমারদের বলছেন আসুন, প্রাকৃতিক খাদ্য খেয়ে বড় হওয়া মাছ সার ও কৃত্রিম কোন খাবার ছাড়াই এই মাছ বড় হয়েছে। রান্না করলে ঝোল ও খেতে মন চাইবে। আসুন ভাই আসুন । কিনতে হবে না। টাটকা মাছ এসে শুধু দেখে যান । এবার আপনি বলুন কার মাছ বেশী বিক্রয় হবে? নিশ্চয়ই যে তার গ্রাহককে ডেকে ডেকে মাছ সম্পর্কে এমন চমৰকার কথাগুলো বলছে তার কাছেই যাবেন। এটাই হচ্ছে কন্টেন্ট। মার্কেটিং শুরুই হয়, কন্টেন্টের উপর। যার কন্টেন্ট যত উন্নত সে গ্রাহককে দ্রুত আকৃষ্ট করতে পারবে। আর গ্রাহকের আকর্ষণ মানেই হচ্ছে সেল । যত বেশি গ্রাহকের মনোযোগ নিতে পারবেন তত বেশী সেল পাবেন।

এবার আসি মার্কেটিং এর স্মার্ট চিন্তা। তার আগে বলে নেয়া উচিত, মার্কেটিং কৌশল কিন্তু পরিবর্তন করতে হবে সব সময়। একই কন্টেন্ট মানুষ বার বার শুনলে বিরক্ত হয়ে যায়। মানুষ চায় নতুন কি আছে? আর মার্কেটিং করার প্রক্রিয়াও সব সময় পরিবর্তন হচ্ছে। এই মাছ বিক্রেতাদের কথাই ধরুন। ২০২৫ সালে এসে তারা যদি আরও বেশী সেল দিতে চায়, তারা চায় কম পরিশ্রমে বেশী কাষ্টমার তার মাছ সম্পর্কে জানবে তাহলে কি করা উচিত হবে? সে যে কথাগুলো বলছে সেগুলো একটি রেকর্ডারে রেকর্ড করে কাষ্টমারকে শুনাতে পারে। বার বার গলা ফাটিয়ে ডাকতে হবে না। আরও স্মার্ট করতে চাইলে সে একটি পেইজ খুলতে পারে । যেখানে সে তার কথাগুলো মানুষকে শুনাবে। আরও স্মার্ট চিন্তা কি হতে পারে? সে মাছ ধরছে কিভাবে মাছগুলোকে কি কি খাদ্য দেয়া হচ্ছে তার উপর ভিডিও তৈরি করে পাবলিশ করতে পারে। আরও সুস্পষ্ঠ চিন্তা হচ্ছে, মাছ আরও দূর দূরান্ত পর্যন্ত আরও বেশি গ্রাহকের কাছে পৌছে দেয়ার জন্য আধুনিক প্রযুক্তি ও উপকরণের ব্যবহার করা। এভাবেই ব্যবসার ধরণ অনুযায়ী স্মার্ট চিন্তা করতে হবে। ২০২৫ সালে AI টুলসের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাবে। কিভাবে কোন টুলস ব্যবহার করে অধিক অডিয়েন্স রিচ করা যাবে সেগুলো সবসময়ই চিন্তা করতে হবে।

ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম দিক থেকেই Domain কিনে অধিক লাভে বিক্রয় করার কাজটি আমার একটি সাইড বিজনেস ছিল। কাজের ফাকে ফাকে বা যখন কাজ কম থাকত তখন ভালো ডোমেইন কি আছে সার্চ করতাম। কোন কিছু পেলে সেটা কিনে রাখতাম। বেশী প্রফিটএবল মনে হলে, ট্রাই করবো গুগল এডসেন্স  বা এরকম কিছু এপ্রোভ করানো যায় কি না। এবং সেগুলো বিক্রয় করতাম ভালো একটা প্রোফিটে। যদি কোন ডোমেইন কেউ কেনার আগ্রহ দেখায় তাহলে বুঝার চেষ্টা করি তার কোম্পানী মূলত কিসের কোম্পানী। কত টাকা পর্যন্ত চাওয়া উচিত তার কাছে। আবার কিছু ডোমেইন আছে আমি আগে থেকেই টার্গেট করতাম এই ডোমেইনটি আমি কার কাছে বিক্রয় করব। তাকে বুঝাইতা কেন এই ডোমেইনটি তার কেনা উচিত। যদি সে এটা না কিনে তার আমি তার কম্পিটেটারদের এটা দিয়ে দেয়ার চিন্তা করছি। এভাবে শুধু উপস্থাপনার গুরুত্ব উপলব্ধি করানোর মাধ্যমে অনেক ডোমেইন বিক্রয় করতে পেরেছি।

২০২৫ সালে এসেই কি সেইম কথা বলব? এখন আমি আমার অডিয়েন্সকে এই ম্যাসেজ বা বার্তা দেয়ার চেষ্টা করছি , আমি কমপক্ষে ১০ হাজার ডোমেইন সার্চ করে ১ মাসে ১ টি ডোমেইন কিনি। তাই আমার কাছ থেকে কোন ডোমেইন কেনা মানেই অবশ্যই মিনিং ফুল ভলে কিছু কেনা। এভাবেই আমি আমার ডোমেইনগুলোকে ব্রান্ডিং করেছি। এতদিন যে ডোমেইন কিনতাম সে সে ডোমেইনের ব্রান্ডিং করেছি। এখন নিজেকে ব্রান্ডিং করছি। আমার কাছ থেকে ডোমেইন কেনা মানেই এটা ভালো ব্রান্ড তৈরি করা সহজ। কারণ আমি একটা ডোমেইন কেনার আগে যত ধরনর রিসার্চ করার প্রয়োজন সব রিসার্চ করে ১০ হাজার Domain  এর মধ্যে ১ হাজার আলাদা করি। সেই ১ হাজার থেকে একটা কিনি। তাই আমার সংগ্রহে কোন ডোমেইন থাকা মানেই সেটা আলাদা একটা গুরুত্ব বহন করে। উদাহরণস্বরুপ HiFoz.Com ডোমেইনটির কথা বলতে পারি। সাধারণভাবে HI দ্বারা সম্বোদন করা হয় এবং FOZ হচ্ছে বিখ্যাত একটি পর্যটক প্লেস। তাই মনে হতে পারে শুধুমাত্র এই বিবেচনা থেকে ডোমেইনটি কেনা হয়েছে। কিন্তু প্রত্যেকটা শব্দ আলাদাভাবে অনেক কিছু মিন করে। যা রিয়েল কেউ কোম্পানী থেকে সাধারণ কোম্পানীগুলোর আকর্ষণীয় হতে পারে। মাত্র ৫ টি অক্ষর । মনে রাখা সহজ। উচ্চারণ করা সহজ। লিখতে গেলে বানান নিয়ে দ্বিধাবোধ করবে না কেউ। Domain টি ভিজিট করলেই সহজে অন্যান্য কাজগুলেঅ বুঝতে পারবেন।

সুতরাং, ২০২৫ সালের জন্য স্মার্ট মার্কেটিং টিপসগুলো ধারাবাহিকভাবে নিচে তুলে ধরছি-

স্মার্ট মার্কেটিং টিপস ২০২৫ সালের জন্য

১. এআই-চালিত কন্টেন্ট মার্কেটিং:
আপনার কন্টেন্ট কৌশলে এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে কাস্টমাইজড এবং ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা নিশ্চিত করুন। গ্রাহকদের আচরণ বিশ্লেষণ করে তাদের প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন।

২. ভিডিও মার্কেটিং এর প্রাধান্য:
ভিডিও এখন সবচেয়ে কার্যকর কন্টেন্ট ফর্ম। শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম যেমন টিকটক, ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস ব্যবহার করে আকর্ষণীয় ভিডিও তৈরি করুন।

৩. ভয়েস সার্চ অপ্টিমাইজেশন:
ভয়েস সার্চের জনপ্রিয়তা বাড়ছে। আপনার ওয়েবসাইট এবং কন্টেন্টকে এমনভাবে অপ্টিমাইজ করুন যাতে ভয়েস সার্চে সহজেই খুঁজে পাওয়া যায়।

৪. ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর গুরুত্ব:
মাইক্রো এবং ন্যানো ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করে নির্দিষ্ট দর্শকদের কাছে পৌঁছান। এটি ব্র্যান্ড বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে।

৫. ডেটা প্রাইভেসি এবং স্বচ্ছতা:
গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করুন। স্বচ্ছতার সাথে গ্রাহকদের জানিয়ে দিন যে তাদের ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে।

৬. মাল্টি-চ্যানেল মার্কেটিং:
একাধিক প্ল্যাটফর্মে উপস্থিতি নিশ্চিত করুন। সোশ্যাল মিডিয়া, ইমেইল, এসইও, এবং পেইড অ্যাড ব্যবহার করে সঠিক সময়ে সঠিক কাস্টমারদের কাছে পৌঁছান।

৭. ইমারসিভ মার্কেটিং (এআর/ভিআর):
অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি ব্যবহার করে ইন্টারেক্টিভ অভিজ্ঞতা দিন।

৮. সাসটেইনেবল মার্কেটিং:
পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে ব্র্যান্ড সচেতনতা বাড়ান। গ্রাহকরা এখন সাসটেইনেবল এবং দায়িত্বশীল ব্র্যান্ড পছন্দ করেন।

৯. রিয়েল-টাইম এনগেজমেন্ট:
লাইভ স্ট্রিমিং, লাইভ চ্যাট, এবং ইনস্ট্যান্ট রিপ্লাই-এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করুন।

১০. জেনারেটিভ এআই-এর ব্যবহার:
কাস্টম বিজ্ঞাপন ক্যাম্পেইন, ব্লগ পোস্ট, এবং গ্রাফিক্স তৈরিতে জেনারেটিভ এআই ব্যবহার করে সময় এবং খরচ বাঁচান।

মার্কেটিং কৌশলগুলোর এই স্মার্ট ধারাগুলো গ্রহণ করে ২০২৫ সালে আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে দিন। 🚀

আরও কিছু খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *