Thu. Nov 21st, 2024
ওয়েবসাইট রেংক

গুগল প্লান্টির জন্য ওয়েবসাইট রেংক হচ্ছে না?

ওয়েবসাইটে গুগল কেন প্লান্টি দেয়?

কিভাবে বুঝব গুগল প্লান্টি দিয়েছে কি না?

ব্যাকলিংক কুয়ালীটি

চেক ডোমেইন হিস্ট্র

ওয়েব আরকাইব চেক

**** ডোমেইন ক্রয় বিক্রয় করে অনলাইনে টাকা আয় করতে চাইলে এই আরটিকোলটি পড়ুন >>>

*** আপনার ওয়েবসাইটের এসইও রেংক চেক করুন এখানে >>

ওয়েবসাইটের রেংক চেকআপ

আপনার ওয়েবসাইটটি গুগলে রেংক করছে কি না তা চেক করার সহজ একটি টুলস হচ্ছে স্মল এসইও টুলস। অনেক সময় আমরা এসইও করে যে টার্গেট লোকেশনের সার্চ ইঞ্জিনে সাইটটি রেংক করাতে চাই সেখানে রেংক করছে কিনা তা জানার প্রয়োজন হয়। এই টুলসের মাধ্যমে টার্গেট লোকেশন সিলেক্ট করে ইউআরএল এর মাধ্যমে কীওয়ার্ড বা কীওয়ার্ড ছাড়া শুধু লিংক বসিয়ে চেক করে দেখতে পারি।

ওয়েবসাইট রেংক সমস্যার সমাধান কিভাবে করব?

গুগল প্লান্টি জনিত কারণে রেংক না হলে এই সমস্যার সমাধান করা খুবই কষ্টকর। অনেক সময় স্বাভাবিক সময়ের তুলনায় ৫/১০ গুন বেশী সময় লাগে। আবার কোন কোন সময় রেংক করানো সম্ভব হয় না। তবে সাইটটি ভাল ভাল ওয়েবসাইট থেকে ব্যাক লিংক নিতে পারলে এবং ভাল ভাল কন্টেন্ট দিতে পারলে গুগলের প্লান্টি রিমোভ করে রেংক করানো সম্ভব হতেও পারে।

ওয়েবসাইটের রেংক দ্রুত পেতে চাইলে কেমন ডোমেইন কেনা উচিত?

১। অবশ্যই ডট কম ডোমেইন কেনা উচিত।
২। লো কম্পিটেশন কীওয়ার্ডের ডোমেইন হওয়া উচিত।
৩। ১০ বর্ণের নিচে ডোমেইন নাম হওয়া উচিত।
৪। নাম্বারিক ডোমেইন ও (-) স্পেশাল সাইনযুক্ত ডোমেইন কেনা উচিত না।
৫। আগে ব্যবহার করা হয়েছে এমন ডোমেইন কেনা উচিত না।
৬। কোন ধরনের এডাল্ট বা স্পামী শব্দ রয়েছে এমন ডোমেইন কেনা উচিত না।

আরও কিছু খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *