ওবায়দুল কাদের
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিকে ‘নেই কাজ তো খই ভাজ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি।
বিএনপির কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার তো গত ২৮ তারিখে (২৮ অক্টোবর) পড়ে যায়, ইলেকশন করতে পারব না। ইলেকশন করলে সরকার গঠন করতে পারব না, সরকার গঠন করলে সরকার টিকবে না। প্রথম বলা হয়েছিল পাঁচ দিনও টিকবে না, পরে বলা হয়েছিল ১৫ দিনও টিকবে না। ৭ জানুয়ারি নির্বাচন হলো, এখন তো ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ। বিএনপির এখন লিফলেট বিতরণ, এটি একটা ‘অ্যাকশন প্রোগ্রাম’। এটা অনেকটা-নেই কাজ তো খই ভাজ।
ওবায়দুল কাদের বলেন, ‘এই আন্দোলনে কোনো লাভ নেই। ইস্যুভিত্তিক আন্দোলনের এটিই যদি চেহারা হয়, তাহলে বিরোধীদল হিসেবে বিএনপি খাদের কত গভীরে যাচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে। কিনারায় কিনারায় ছিল, এখন গভীরে যাচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে পাত্তা দিচ্ছেন না এটা ঠিক না। বিএনপি এখনো একটি বড় দল। তারা এখন নিষ্ক্রিয় আছে। রাজনীতিতে ভুল করেছে, ভুলের চোরাবালিতে তারা আটকে আছে। রাজনীতিতে তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে, সেই কথা তিনি (ওবায়দুল কাদের) বলেছেন। বিরোধী দল আছে, থাকবে। কার অবস্থান জনগণের চোখে কখন কী হবে, জনগণ কাকে কী চোখে দেখবে, সেটা সময়ের পরিবর্তনে সবকিছু স্পষ্ট হবে।
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ফিরে যাবেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ফিরিয়ে নেবে, সেই বিষয়ে দ্বিমত নেই। এটি একটি প্রক্রিয়ার বিষয়।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কির সঙ্গে আলোচনার প্রসঙ্গে টেনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবার সঙ্গেই বন্ধুত্ব রাখতে চাই এবং আমাদের যে সম্পর্ক আছে তা উন্নয়ন করতে চাই।’