Foto

গণফোরামের কেউ শপথ নেবে না: ড. কামাল


গণফোরাম থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।


বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কথা জানান ড. কামাল। তিনি বলেন, আমরা আমাদের দলীয় সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। আমাদের কেউ শপথ নেবে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সুলতান মোহাম্মদ মনসুর বিজয়ী হন। সিলেট-২ আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের সূর্য প্রতীকে বিজয়ী হন মুকাব্বির খান।

এই দুইজনসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মোট সাতজন প্রার্থী বিজয়ী হন, যাদের পাঁচজনই বিএনপির।

Facebook Comments

" রাজনীতি " ক্যাটাগরীতে আরো সংবাদ