Foto

গেইল-হোপের বিদায়ে চাপে উইন্ডিজ


ইংল্যান্ডের বিপক্ষে কিছুটা সতর্ক সূচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরুর পর তৃতীয় ওভারে দলীয় ৪ রানেই এভিন লুইস বোল্ড হয়ে যান। সেই ধাক্কা কাটাতে দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও শাই হোপ চেষ্টা করছিলেন। তবে বেশিদূর যেতে পারলেন না। দলীয় ৫৪ রানে ক্রিস গেইল এবং এরপরই শাই হোপ আউট হয়ে যান। এতে চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। ১৬ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ তিন উইকেটে ৬১ রান।


এর আগে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে নেমে শুরুতে আউট হওয়া তিন ব্যাটসম্যানের মধ্যে ক্রিস গেইল সর্বোচ্চ ৩৬ রান করেছেন। চতুর্থ উইকেটে নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ের জুটি বেঁধেছেন।

দুদলই তিনটি করে ম্যাচ খেলেছে। দুই জয় ও একটি পরাজয়ে ইংল্যান্ডের পয়েন্ট ৪। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি জয়, একটি পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

Facebook Comments

" ওয়ার্ল্ড কাপ " ক্যাটাগরীতে আরো সংবাদ