Foto

জামায়াতে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর: মুহিত


বিএনপি নেতা নজরুল ইসলাম খান ‘জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছেন’ দাবি করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ দলে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর। সিলেটের টিলাগড় এলাকায় মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে মুহিত বলেন, “জামায়াতে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে কিনা এতে যথেষ্ট সন্দেহ রয়েছে।


Hostens.com - A home for your website

”জামায়াতে মুক্তিযাদ্ধা থাকার কথা নয়। এ দলে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া দুষ্কর। জামায়াত এ দেশের শত্রু।”

জামায়াতে ইসলামীর নেতাদের ধানের শীষের মনোনয়ন দেওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, “জামায়াতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছেন।”

এদিকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ইনাম আহমদ চৌধুরী বৃহস্পতিবার মুহিতের বাসায় যাওয়া প্রসঙ্গেও মুহিত কথা বলেছেন।

তিনি বলেন, ”ইনাম আহমেদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। এজন্যই এই সাক্ষাৎ। অন্য কিছু নয়। এটা নিয়ে রাজনীতির ফায়দা হাসিলের কিছু নেই।”

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিতের ভাই সাবেক কূটনীতিক এ কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমদ আল কবির অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Facebook Comments

" রাজনীতি " ক্যাটাগরীতে আরো সংবাদ

Web Hosting and Linux/Windows VPS in USA, UK and Germany

Visitor Today : 468

Unique Visitor : 71479
Total PageView : 91542