ডিজিটাল মার্কেটিং
Adsterra হচ্ছে গুগল এডসেন্সের মতোই একটি এড পাবলিশার কোম্পানী। আরও সহজ করে বললে এড বা বিজ্ঞাপদ দাতা কোম্পানী। বিভিন্ন প্রতিষ্ঠান এখানে বিজ্ঞাপন করার জন্য তাদের ওয়েবসাইট বা সেলস পেইজের এডভার্টাইজ করে থাকে। আর পাবলিশাররা এখান থেকে এডভার্টাইজার কোম্পানীর ওয়েবসাইট বা সেলস পেইজের প্রচারনা করে থাকে। আমরা মূলত পাবলিশার হিসাবে এড পাবলিশ করে টাকা আয় করতে পারি।
এখন প্রশ্ন হতে পারে, গুগল এডসেন্স থাকতে Adsterra থেকে কেন আয় করব?
কারণ, Adsterra তে পাবলিশার হিসাবে কাজ করতে হলে খুব বেশী অপেক্ষা করার প্রয়োজন হয় না। এই প্লাটফরমে পাবলিশার হিসাবে কাজ করতে হলে এপ্রুভাল পাওয়া নিয়ে ঝামেলায় পড়তে হয় না। আপনি প্রথম দিন থেকেই শুরু করতে পারেন। আপনার যদি কোন ওয়েবসাইট থাকে বা কোন অডিয়েন্স থাকে তবে সহজেই কাজটি করতে পারেন। তাছাড়া আপনার কোন ওয়েবসাইট না থাকলেও ডাইরেক্ট লিংক পাবলিশার হিসাবে কাজ শুরু করে দিতে পারেন। মূলত যারা আজ থেকেই শুরু করতে চান তাদের জন্য এটি চমৎকার একটি মাধ্যম।
আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসাবে নিজের কোন অডিয়েন্স তৈরি করা থাকে তবে আপনার জন্য Adsterra সব থেকে উপযোগী একটি মাধ্যম হতে পারে। আপনার কোন ওয়েবসাইটে প্রয়োজন নাই। সোশিয়াল মিডিয়ার সাইটগুলোকে কাজে লাগিয়ে সহজেই আপনি পাবলিশার হিসাবে কাজ শুরু করতে পারেন।
Adsterra এর ডাইরেক্ট লিংককে আপনি একটি লেন্ডিং পেইজ থেকে বা ব্লগারের মতো ফ্রি ব্লগস্পট সাইটকে এড করে টাকা আয় করতে পারেন। তবে এখানে অবশ্যই আপনার দক্ষতাকে ১০০% কাজে লাগাতে হবে। একজন ডিজিটাল মার্কেটার হিসাবে অবশ্যই আপনি জানেন কিভাবে একটি পেইজে অনেক ভিজিটর নিয়ে আসা যায়। এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যদি আপনার টার্গেট সাইটে বা পেইজে আনলিমিটেড ভিজিটর নিয়ে আসতে পারেন তবে সহজেই টাকা আয় করতে পারবেন। তা না হলে আপনার জন্য টাকা আয় করা কঠিন হয়ে যাবে।