পুরস্কারের অর্থ এবং সম্মাননা স্মারক ফেরত পাঠিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেয়া যায় – কয়েকজনের মন্তব্য নিচে দেয়া হল।

শাহিন মিয়া [ফেইসবুক],
নিঃসন্দেহে আপনার সাহসী ও প্রশংসনীয় কাজে যদি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি পরিবর্তন হয় তাহলে আপনি সকলের কাছে একজন পথিকৃৎ হয়েই আলোর মশালের আলোয় উজ্জ্বল হয়ে থাকবেন।
আপনার জন্য অবিরাম দোয়া ও শুভকামনা রইলো।

ত্রিভেদী গুপু [ফেইসবুক]
কতো গল্প পড়ে পড়ে পত্রিকায় ছবি আঁকিয়াছিলেম! এ সকলি মরিচিকা মিলাইবে পিছে মিছে হতে মিছে! অসাধারণ সুন্দর একটা সত্যি কে তিনি সকলের আত্মশুদ্ধি চর্চার জন্য খরচ করে দিলেন….

রাশেদুল ইসলাম রাশেদ [ফেইসবুক]
লোভার্ত ও কাপুরুষ সময়ে ও সমাজে এমন প্রত্যাখ্যান অভিবাদনযোগ্য। পদক-পুরস্কার এখন সরকারী যে-সব বিবেচনায় দেয়া হচ্ছে তাতে বিবেচিতদের মর্যাদা বাড়ে না, বরং কমে। নিজেকে ছোট না করার বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য জাকির তালুকদারকে অকুণ্ঠ ধন্যবাদ।

চঞ্চল কৃষ্ণা তালুকদার [ফেইসবুক]
উনার নাম আগে কখনো শুনেছি বলে মনে হয় না! অজ্ঞাত – অখ্যাতদের অতিরিক্ত মূল্যায়ন করলে, একদিকে প্রকৃত গুনীজনেরা বঞ্ছিত হন। আবার অজ্ঞাত-অখ্যাতরা সেটার মর্যাদা দিতেও জানে না। ওরকম কিছু হয়ে থাকবে হয়তো! দশ বছর পরে বোধদয় হওয়া সন্দেহজনক। প্রেমিকাকে বিবাহ করার পর, জীবন পাঙশে লেগে গেছে! আগে প্রেমিকার জন্য আত্মহত্যা করতেও দ্বিধা ছিল না!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *