Sentence গঠনের বেসিক ফর্মূলা – সহজে ইংরেজী বাক্য গঠন করা শিখুন

যেকোন Sentence গঠনে সহজ স্টাকচার বা ফর্মূলা অনুসরণ করে তৈরি করা হয়। যেকোন Sentence গঠনে মাত্র তিনটি জিনিস থাকে। ১। সাবজেক্ট , ২। ক্রিয়া বা verb, ৩। অবজেক্ট। Sentence এ প্রথমে সাবজেক্ট (subject) তারপর কর্ম (verb) এবং সব শেষে (object) অবজেক্ট থাকে। নিচে কিছু উদারহণ দেয়া হল।

Sentence গঠন

I eat rice.
You eat rice.
He eats rice.
They eat rice.

উপরের ৪ টি বাক্য বা Sentence যদি আমরা দেখি তাহলে বুঝতে পারব প্রথমে সাবজেক্ট তারপর ক্রিয়া বা verb এবং শেষে অবজেক্ট রয়েছে। বাক্য গঠনের এটাই মূলনীতি।
Sub+Verb+object.
উপরের বাক্যে I/You/He/They এগুলো হচ্ছে সাবজেক্ট তারপর প্রতিটি বাক্যে একটি ক্রিয়া রয়েছে eat. আর সব শেষে rice হচ্ছে অবজেক্ট। শুধুমাত্র ৩নং বাক্যে He এর পর ক্রিয়া বা verb এর সাথে একটি s যুক্ত হয়েছে। eat এর সাথে s যুক্ত হয়ে eats হয়েছে। কারণ সাবজেক্ট 3rd person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হবে।

যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত তাকে sentence বা বাক্য বলা হয় ।

Example:

  • We practice English everyday. (Here we is subject, practice is verb, English is object and everyday is adverb)

Basically there are two parts of a sentence: (একটি Sentence এ মূলত দুটি অংশ থাকে)

Subject and
Predicate
Subject: A subject of a sentence is a person or thing about which something is said or written.

Predicate: And the Predicate that says what the Subject does.

যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনকিছু বলা বা লিখা হয় তাকে Subject বা কর্তা বলে ।

যা subject বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে Predicate বলা হয় ।

In the above example ‘We’ is subject and ‘practice English everyday’ is Predicate. A sentence usually starts with a subject and then predicate comes.

N. B.: In some case like order, advice or request subject is not mentioned. It is userstood.
Example:

  • (You) Keep quite.
  • (You) Take care of your health.
  • (I) Thank you.
    And sometimes sentence starts with the predicate and then subject comes.
    Example:
  • Long live Bangladesh
  • Down went the Titanic.

Kinds of Sentence:

Sentence can be classified into five categories according to the meaning or functions.

They are:-

  1. Assertive Sentence
  2. Interrogative Sentence
  3. Imperative Sentence
  4. Optative Sentence
  5. Exclamatory Sentence

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *