কখন আপনি যাকাত দাতা হিসাবে গণ্য হবেন?

যাকাত

সম্পদশালী মুসলমানদের ওপর প্রতি বছর তার সমুদয় বর্ধনশীল সম্পত্তির জাকাত দেওয়া ফরয। কেউ এক বছর ধরে নেসাব পরিমাণ সম্পত্তির মালিক থাকলে সে সম্পদশালী প্রমাণিত হয়। বছরের শেষে অর্জিত অর্থের যাকাত দিতে হবে।

কোনো মুসলমান ব্যক্তি যেদিন নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, সেদিন থেকেই জাকাতের বর্ষগণনা শুরু হবে। জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকবে, সেগুলো বছর শুরু হওয়ার আগে, শুরুতে, মধ্যভাগে বা বছরের শেষে অর্জিত হতে পারে, তার ৪০ ভাগের ১ ভাগ বা ২.৫ শতাংশ যাকাত হিসেবে দান করে দিতে হয়।

জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরয ইবাদত। কোরআনে যাকাত শব্দের উল্লেখ এসেছে ৩২ বার, নামাজের পর জাকাতের কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *