সিলেটে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ২৫৮ জনের নামে মামলা

সিলেটে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ২৫৮ জনের নামে মামলা

সিলেটে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, মেয়রসহ ২৫৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৫ আসনের সাবেক এমপি হুসাম উদ্দিন চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবসহ ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নগরের লালবাজার এলাকার মো. আক্তার আলী।

দণ্ডবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
মামলার অপর আসামিরা হলেন- সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট-৫ আসনের সাবেক এমপি হুসাম উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান (৫৬), সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৫০), সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬০), সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর ইউসুফ মিয়া (৪৮), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির (৫৫), আওয়ামী লীগ নেতা নূর আহমদ ওরফে নূর মুহাম্মদ (২৭), হেদায়েত হোসেন খোকন (৪৫), জেলা ছাত্রলীগ নেতা তানিম আহমদ (২৪), পারভেজ হোসেন (২৫), আওয়ামী লীগ নেতা ইয়াকুল ইসলাম (৪০), যুবলীগ নেতা বোরহান আহমদ (৪০), আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান (৪৫), জেলা ছাত্রলীগ নেতা রিফাত আহমদ লিমন (২৮), হাবিবুর রহমান (৪৫), সিফাত আহমদ (২৫), আফতাব মিয়া (৫০), ৭ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু (৩৭), আওয়ামী লীগ নেতা মো. সাবু মিয়া (৫২), রুহেল আহমদ আনছার (৪০), সিহাব বখত (৩৫), সিলেট জেলা মৎস্যজীবী লীগ সভাপতি হেলাল আহমদ চৌধুরী ওরফে কানা হেলাল (৬০), ছাত্রলীগ নেতা রাশেদ আহমেদ সাহেদ (২৯), আওয়ামী লীগ নেতা নাইম আহমদ চৌধুরী (৪২), ওলামা লীগ নেতা নিজাম উদ্দিন (৪৫), যুবলীগ নেতা আব্দুল গফুর (৫০), মো. সাইদুর রহমান রাকিব (২৫), সাজ্জাদুর রহমান রাজীব (২৬), কাজল মিয়া (৪৪), ফখরুল ইসলাম ওরফে চুর ফখই (৬০), সাদেক আহমদ চেীধুরী (৩৫), শফিক আহমদ আদনান (৩০), তৌহিদুল ইসলাম (৩৫), মো. জিয়ায়ুল ইসলাম শানুর (৪০), সালিক আহমদ (৩৫), হেলাল মিয়া (৪০), মাহতাব উদ্দিন (৪৫), জাকির হোসেন (৩০), লাল মিয়া (৪৫), তারেক আহমদ (৩২), আব্দুর রহিম (৪০), হানফি আলী, কয়েস মিয়া (৪৫), হাবিবুর রহমান (৪০), রনি মিয়া (৩৮), সুবাস দাস (৪৭), আহবাব হোসেন তপু (৪৮), শামীম আহমদ ওরফে সীমান্তিক শামিম (৫২), জগলু মিয়া তালুকদার (৪০), আব্দুস সালাম (৪২), শফিকা বেগম দিলারা (৪৮), আব্দুল কালাম (৩৬), ইমাম উদ্দিন গনি (৫০), রেজান আহমদ প্রিন্স (৪৫), আহমেদ লিমন ওরফে কুটি মনা (৩৩), সৈয়দ শামীম আহমদ (৪০)।

এজাহারে বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার প্রতিবাদে গত ৪ জুলাই দুপুর ১টার দিকে সিলেট নগরের বন্দরবাজারস্থ আবু তুরাব জামে মসজিদের সামনে আসামিরা বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে। এ অভিযোগে মামলা দায়ের করা হয়।

আপনি কি ওয়েব ডেভেলাপার খুজছেন?


বিক্রয়

🌹🌹 কাস্টম ডিজাইনে ওয়েবসাইট তৈরি করতে চান? যেকোন ধরনের ডায়নামিক ওয়েবসাইট আমরা তৈরি করে দিতে পারব। এছাড়াও আপনার ব্যবসাকে সহজ করতে যেকোন ধরনের ব্যবসায়িক লেনদেন করার হিসাব নিকাশ সফটওয়্যার অনলাইন বা অফলাইন সফটওয়্যার তৈরি করে দিতে পারব।

🎩🎩 আপনার ব্যবসার হিসাব নিকাশ ও বকেয়া হিসাব নিয়ে ঝামেলায় আছেন? আমাদের সফটওয়্যার আপনার ব্যবসাকে সহজ করবে। ঝামেলাকে বিদায় দিয়ে ব্যবসাকে গোছাতে চাইলে আমাদের এই সফটওয়্যারটি আপনাকে সাহায্য করবে।

💥💥 আপনার কি ট্রেনিং সেন্টার রয়েছে? রেজিষ্ট্রেশন কার্ড ও রেজাল্ট পাবলিশ নিয়েও ঝামেলায় পড়তে হয়? এক্ষেত্রে ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনাকে সাহায্য করবে। QR কোড জেনারেটেড রেজিষ্ট্রেশন কার্ড অটো তৈরি হবে।

এছাড়াও সোশিয়াল মিডিয়া, সংগঠনের ওয়েবসাইট, ইকমার্স বিজনেস ওয়েবসাইটসহ সকল প্রকার ওয়েবসাইট কাস্টম ডিজাইনে ডায়নামিকভাবে পিএইচপি কাস্টম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করুন।

দেরি না করে ডেমো দেখতে যোগাযোগ করুন।

হোয়াটসঅ্যাপ 01929-766847

https://ithall.org/order

#ওয়েবসাইট#ডেভেলাপ#সফটওয়্যার

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *