লাহোরে স্কুল বন্ধ ঘোষণা , রক্ষা পেল ঢাকা

বায়ু দুষণে লাহোরে স্কুল বন্ধ ঘোষণা , রক্ষা পেল ঢাকা। বৃষ্টিতে প্রাণ পেল ঢাকাবাসী। রাজধানী ঢাকায় বুধবার মধ্যরাতে বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া হিমেল হাওয়ার সঙ্গে ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্বের দূষিত শহরের শীর্ষ দশে ছিল না ঢাকা। এ সময়ে ১১৯ আইকিউ স্কোর নিয়ে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল বাতাসের মান।

এদিকে, গত কয়েকদিনের মতোই আজও ভয়াবহ দূষণ বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। যেখানে ৩০১ এর বেশি স্কোর হলেই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, সেখানে আজ সকাল ১১টায় সেখানে লাহোরের বাতাসের স্কোর ছিল ১০৯৯।

এমন পরিস্থিতিতে এর আগেই স্কুল বন্ধ ঘোষণা করেছে লাহোর কর্তৃপক্ষ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লী। শহরটির বাতাসের স্কোর ৩৬৪।

বুধবার সকালে ঢাকার সবচেয়ে অস্বাস্থ্যকর বাতাস বিরাজ করছিল মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়।

১৬৯ স্কোর নিয়ে এখানের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউসিং ও সাভারের হেমায়েতপুর এলাকা। এই দুই এলাকার বাতাসের স্কোর ১৬৩। এদিন গুলশাল বাড্ডা লিংক রোড, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁয়ের শান্তা টাওয়ার, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও রব ভবন এলাকা, আগা খান অ্যাকাডেমি এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ু দূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

>>> আপনি কি হিসাব নিকাশ করার সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন?

🌹🌹 কাস্টম ডিজাইনে ওয়েবসাইট তৈরি করতে চান? যেকোন ধরনের ডায়নামিক ওয়েবসাইট আমরা তৈরি করে দিতে পারব। এছাড়াও আপনার ব্যবসাকে সহজ করতে যেকোন ধরনের ব্যবসায়িক লেনদেন করার হিসাব নিকাশ সফটওয়্যার অনলাইন বা অফলাইন সফটওয়্যার তৈরি করে দিতে পারব।

🎩🎩 আপনার ব্যবসার হিসাব নিকাশ ও বকেয়া হিসাব নিয়ে ঝামেলায় আছেন? আমাদের সফটওয়্যার আপনার ব্যবসাকে সহজ করবে। ঝামেলাকে বিদায় দিয়ে ব্যবসাকে গোছাতে চাইলে আমাদের এই সফটওয়্যারটি আপনাকে সাহায্য করবে।

💥💥 আপনার কি ট্রেনিং সেন্টার রয়েছে? রেজিষ্ট্রেশন কার্ড ও রেজাল্ট পাবলিশ নিয়েও ঝামেলায় পড়তে হয়? এক্ষেত্রে ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনাকে সাহায্য করবে। QR কোড জেনারেটেড রেজিষ্ট্রেশন কার্ড অটো তৈরি হবে।

এছাড়াও সোশিয়াল মিডিয়া, সংগঠনের ওয়েবসাইট, ইকমার্স বিজনেস ওয়েবসাইটসহ সকল প্রকার ওয়েবসাইট কাস্টম ডিজাইনে ডায়নামিকভাবে পিএইচপি কাস্টম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তৈরি করুন।

দেরি না করে ডেমো দেখতে যোগাযোগ করুন।

হোয়াটসঅ্যাপ 01929-766847

https://ithall.org/order

#ওয়েবসাইট#ডেভেলাপ#সফটওয়্যার

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *