সমাজকল্যাণমন্ত্রী হলেন ডা. দীপু মনি
শেখ হাসিনার নতুন সরকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। আগের মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেন।
সমাজকল্যাণ মন্ত্রী হওয়া দীপু মনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।