হার্ট এটাক
আপনার হয়ত ডায়বেটিকস খুব বেশী। ঔষুধের ফার্মেসীতে গিয়ে চেক করলেন আপনার ডায়বেটিকস নেই। তখন আপনি মিষ্টি খেতে শুরু করলেন। আবার আপনার হয়ত ডায়বেটিক খুব কম। আপনি ফর্মেসীতে গিয়ে চেক করে দেখলেন আপনার ডায়বেটিকস খুব বেশী। আপনি সাথে সাথে ইনসুলিন ইনজেকশন করলেন বা হাই পাওয়ারের ঔষুধ খেলেন। এমনিতেই ডায়বেটিকস খুব কম তার উপর যখন হাই পাওয়ারের ঔষুধ খেলেন তখন আরও কমে যাবে। আর এজন্য হার্ট এটাক হয়ে মানুষ মারা যাচ্ছেন। তাই ফার্মেসীতে গিয়ে ডায়বেটিকস চেক করে দ্রুত কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। বিশেষ করে যেসব স্টিক ও মেশিন ব্যবহার করা হচ্ছে সেসব খুব ভালো মানের না হলে এই ঝুকি রয়েছে। তাই ল্যাবে গিয়ে টেস্ট করুন অথবা ভালো মানের মেশিন ব্যবহার করুন।
সম্প্রতি ভুক্তা অধিকার টিম এমনই এক কোম্পানীতে হানা দেয়। ফার্মেসীতে তাদের স্টিক ও মেশিন পাওয়া যায়। অথচ এটা বাংলাদেশে আমদানীর কোন তথ্য নেই এবং এটা বাজারজাত হচ্ছে। জার্মানীর মাদার কোম্পানীকে ইমেল করা হলে তা বলেছে তারা এই প্রডাক্ট বাংলাদেশে বিক্রয় করে নি। ফার্মা সলিউশনসের হেড কোয়াটার বলছে তারা এই প্রডাক্ট বাংলাদেশে বাজারজাত করে নি। অথচ ঢাকায় ফার্মা সলিউশনসের একটি ব্যাঞ্চে এই স্টিক পাওয়া যায় এবং তারা স্বীকার করেছে তারা এটি বাজারজাত করেছে। ভোক্তা অধিকার অভিযান চালিয়ে এটি বন্ধ করে দিলেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ আমাদের দেশের ফার্মেসীগুলোতে এসব স্টিক ও মেশিন এখনো ব্যবহার হচ্ছে।
ফার্মা সলিউশনের সকল ধরনের ঔষুধ ব্যবহার করার আগে আমাদের আরও যাচাই বাচাই করা উচিত। এত বড় জালিয়াতি যারা করতে পারে তাদের কোন নীতি বা আদর্শ আছে বলে ধারনা করাও ভুল।
আমরা যে কোন ঔষুধ ব্যবহার করার আগে নিজ দ্বায়িত্ত্বে এসব ঔষুধের তথ্য যাচাই করা উচিত।