আইটি ফ্রিল্যান্সার

আইটি ফ্রিল্যান্সারদের উদ্যোক্তায় পরিণত করতে হবে: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে এবং প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণের লক্ষ্যে আইটি ফ্রিল্যান্সারদের যথাযথ ট্রেনিংয়ের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে হবে। অনেকে আছেন যারা গ্রামে, উপজেলায় থেকেও দেশ-বিদেশের অনলাইন মাকের্টপ্লেসে আউটসোর্সিং মাধ্যমে কাজ করছেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তাতে পরিণত করতে পারলে, সেখানে আরও হাজার-হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।’

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার্স অ্যান্ড কমার্স আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের কোনও উদ্ভাবনী তরুণ-তরুণী যদি উদ্যোক্তা হতে চান, তাদের যত ধরনের সেবা লাগবে বর্তমান সরকার সব দিতে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী চট্টগ্রামকে তিনটি উপহার ইতোমধ্যে দিয়েছেন। সেগুলো হলো- ১শ’ কোটি ব্যয়ে ১০তলা শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টার, নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এবং নলেজ পার্ক তৈরি করার জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। এ কাজগুলো সম্পন্ন হলে চট্টগ্রাম একটি সিলিকন সিটিতে রূপান্তরিত হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘সিটি করপোরেশনে অধীনে চান্দগাঁওতে চট্টগ্রাম শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউভেশন সেন্টার রয়েছে। সেখানে ৫ হাজার স্কয়ার ফিটের জায়গাটাকে আমরা স্টার্টআপের জন্য দিয়ে দেবো। চিটাগং চেম্বার অব কমার্স ও আইট ট্রেনিং সেন্টারের পরিচালক যোগ্যতার ভিত্তিতে উদ্যোক্তাদের বাছাই করে স্টার্টআপের জন্য নির্বাচন করবেন। প্রথম ছয় মাস সেখানে উদ্যোক্তারা ফ্রিতে অফিস খুলতে পারবেন। পরে কর্মদক্ষতার ওপর ভিত্তি করে আরও ছয় মাস ফ্রিতে কাজ করার সুযোগ পাবেন। এ ছাড়াও সেখানে অন্যান্য সুযোগ-সুবিধা থেকে শুরু করে অর্থনৈতিক বিনিয়োগের সুবিধাও সরকার দেবে।’

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার্স অ্যান্ড কমার্সের সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালের সভাপতি মো. আব্দুল্লাহ ফরিদ, শফোসের কান্ট্রি ম্যানেজার এস এম মোহসিন, প্রযুক্তি মেলার অ্যাডভাইজার শিপন কুমার বক্তৃতা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- চট্টগ্রাম চেম্বার্স অ্যান্ড কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ। এ ছাড়াও চেম্বার্স অব কমার্সের পরিচালকবৃন্দ, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি এবং অসংখ্য উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলা ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিন দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পযর্ন্ত চলবে। এখানে মোট ৪০টি কোম্পানির ৬৪টি স্টল বসেছে।

আরও কিছু খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *